২০০৩ সালে মুক্তবাংলা সাহিত্যসভা নামে সংগঠনটির প্রতিষ্ঠা।
বাংলাবিভাগের একদল ছাত্রছাত্রী মিলে সংগঠনটি প্রতিষ্ঠিত করে। সে প্রতিষ্ঠা-সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা আজ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। গোপন ব্যালটবক্সের মাধ্যমে একজন পরিচালক এবং একজন সহ-পরিচালক নির্বাচিত হয়। এছাড়াও একটি পূর্ণাঙ্গ কমিটি সেদিন তৈরি হয়। কমিটির প্রথম অধিবেশনেই একটি মুখপত্র বের করা উচিৎ দাবিটি তীব্রভাবে উত্থাপিত হয় এবং পরবর্তী মাসে চানাচুর নামে একটি ফান ম্যাগাজিন প্রকাশ পায়; যার অবয়ব(সাইজ)টাও ছিল ফানি। ইনডেক্স টাইপের চানাচুরের সাফল্য ও সাড়া দেখে কমিটি একে আর ইনডেক্স রাখতে পারলেন না। পূর্ণাঙ্গ বই আকারেই রূপ লাভ করে পরবর্তী মাসে।....
এভাবেই্এগিয়ে যেতে থাকে চানাচুরের দিনগুলো।
অনেক চড়াইউৎড়াই, অনেক কম্পিটিশন প্রতিদ্বন্দ্বিতার মাঝে চানাচুরই একমাত্র টিকে থাকলো কালের বিবর্তনে। হিসেব করলে তার বয়স এখন ৬ বছর।....
বেড়েছে মুক্তবাংলা নামক সংগঠনটির আকৃতি.....
সেসব নিয়ে অচিরেই আসছে চানাচুরের জীবন বৃত্তান্ত.........সঙ্গেই থাকুন।