-মুহাম্মদ জাকারিয়া শাহনগরী ( মদিনা প্রবাসী )
 
ফুলের সৌরভ ছড়িয়ে থাকে না যেমন
চিরদিন বাতাসের সাথে ;
মানুষের গৌরবও বহাল রহে না তেমন
চিরদিন তার জীবনটাতে ।
ক্ষণিক সময়ের তরে ফুল যেমন
ছড়ায় তার মিষ্টি সুবাস ;
অল্পদিনের জন্য মানুষও তেমন
তার গৌরব জীবনে করে বাস ।
ফুলের সৌরভ যেমন
মানুষকে করে বিমোহিত কিছুটা সময় ;
মানুষের গৌরবও তেমন
মানুষের জীবনকে করে কিছুটা মধুময় ।
ফুলের সৌরভ যেমন
মেয়াদ শেষে যখন তার মূল্য হারায় ,
মানুষ তখন সে ফুলকে ছুঁড়ে মারে
দূরের ময়লার ঝোঁপে ;
মানুষের গৌরবও তেমন
মানুষের জীবনের সান্ধ্যবেলায় ,
মানুষের গৌরবকীর্তণকারীরা তাকে বয়কট করে
ফেলে দেয় একাকিত্বের অন্ধকার কূপে !